Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রাজা শালবাহনের প্রাসাদ
বিস্তারিত

কাহালু উপজেলা সদর হতে প্রায় ১০ কিঃমিঃ উত্তরে পাইকড় ইউনিয়নের আড়োলা নামক গ্রামে শাল বাহন রাজার রাজপ্রসাদ নামে পরিচিত এ স্থানটি। প্রাচীন কালের এ ধ্বংসাবশেষদেখে রাজপ্রসাদের অবস্থান সম্পর্কে বেশ কিছুটা নিশ্চিত হওয়া যায়। রাজা শাল বাহন ছিলেন পাল বংশের এক শাসনকর্তা এবং তার কন্যার নাম ছিল অড়োলা দেবী। রাজার কন্যার নামানুসারে এ গ্রামের নামকরণ হয় ‘‘আড়োলা’’। দশম শতকের মধ্যবর্তী সময়ে সম্ভবতঃ এ প্রাসাদটি র্নিমিত হয় বলে এলকাবাসীর অনুমান।